20 C
Kolkata

সাঁইবাবার মন্দিরের ” ধোঁয়া ” – নানা কৌতুহল ভক্তদের – সময় দেবে উত্তর

রাহুল গুপ্ত
তথ্য সংগ্রহে : মিষ্টি মিতালি ( প্রবাসী বাঙালি )

মহারাষ্ট্রের নাসিকে সাঁইবাবার মন্দির , যেখানে দূরদূরান্ত থেকে ভক্তরা আসেন নানা মনোস্কামোনা নিয়ে। মন দিয়ে বাবা কে ডাকলে আপনি ফল পাবেনই , এইরকম নানা কথা প্রচলিত আছে। এই মন্দিরে সবসময় জ্বলে এক অগ্নিকুন্ড যেখান থেকে অনবরত ” ধোঁয়া ” বের হতে দেখা যায়। কিন্তু হটাৎ ই মঙ্গলবার এই ” ধোঁয়া “এর তীব্রতা বেড়ে যায়। কেন বাড়লো ?? কিভাবে বাড়লো উত্তর জানা নেই। এই মুহূর্তে নেই এর কোনো বৈজ্ঞানিক কারণ ও। মহারাষ্ট্রের মানুষ মনে করছেন বাবা সাঁইবাবার কোনো এক অদ্ভুত শক্তিতে এই ” ধোঁয়া ” এর তীব্রতা বেড়েছে। হয়তো এবার ই বিদায় নেবে করোনা ভাইরাস। এই ” ধোঁয়া ” এর তীব্রতায় জ্বলে পুড়ে ছাই হবে করোনা নামক এই অভিশাপ। বিশ্বাসে মিলায় বস্তু , তর্কে বহু দূর।
বিশ্বাস করা কিংবা না করা আপনার বিষয়। এক সাংবাদিক হিসাবে খবর তুলে ধরলাম আপনাদের সামনে।

আরও পড়ুন:  Taj India: বিশ্বের ১ নম্বর হোটেল ব্র্যান্ড TATA -র Taj

Featured article

%d bloggers like this: