লখনউ: শুধু দিল্লি নয়, দেশে নজিরবিহীন অপরাধের সাক্ষী থাকলে উত্তরপ্রদেশ। কিছুদিন আগে পরিবারের সঙ্গে মেলায় ঘুরতে গিয়ে নিখোঁজ হয় ১০ বছরের এক বালিকা। তার মৃতদেহ উদ্ধার হল পিলভিটের মাধোপুর গ্রামের গম ক্ষেত থেকে। ইতিমধ্যেই গ্রামের এক বাসিন্দা শাকিল ভৈস্তবকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে, মেয়েটির পরিবারের সঙ্গে পুরনো শত্রুতা ছিল শাকিলের। সে একাই এই অপরাধ করেছে, নাকি অন্যান্য কেউ জড়িত, বিষয়টি নিয়ে তদন্ত করছে পুলিশ। পুলিশ সুপার সংবাদ সংস্থাকে জানিয়েছেন, মেয়েটির দেহে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। অনুমান, ভারী কোনও অস্ত্র দিন মেয়েটিকে প্রথমে খুন করা হয়েছে। মেলায় ঘুরতে যাওয়ার পর মেয়েটি নিখোঁজ হয়। এ প্রথমে অভিযোগ দায়ের করা হলে তদন্ত শুরু হয়। এরপর গমক্ষেত থেকে দেহ উদ্ধার হলে পরিবারকে ফোন করা হয়। জানা গিয়েছে, মেয়েটির পেটে ধারালো অস্ত্র চালানো হয়। শরীরেও একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। ফালা ফালা করে দেওয়া হয়েছে পেট। মৃতার দেহের থেকে বেশ কিছুটা দূরে মিলেছে তার যকৃতের অংশ। ধর্ষণ করা হয়েছে কি না তা এখনও জানা যায়নি। মৃতদেহের পাশ থেকে মেয়েটির জুতো উদ্ধার হয়েছে। পরিবার দেহ শনাক্ত করেছে।