23 C
Kolkata

Murder: ১৬ বছরের বালককে খুন সহপাঠীর

বারাণসী: ভয়াবহ কাণ্ড উত্তরপ্রদেশে। স্কুলের বন্ধুকে খুন করল ১৫ বছরের বালক। বিজনোর জেলার ধামপুর শহরে এই খুন হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। নাগিনার একটি স্কুলে ষষ্ঠ শ্রেণীর ছাত্র দু’জনই। গলার নলি কেটে খুন করা হয়েছে। একজন নাবালকের পক্ষে এত বড় পদক্ষেপ নেওয়া কীভাবে সম্ভব, তা নিয়েই হতবাক সকলে।

পুলিশ সূত্রে খবর, সহপাঠী প্রায়ই অভিযুক্ত বালকের বাড়িতে আসত। বোনের সঙ্গে প্রেমঘটিত সম্পর্ক তৈরি হয়েছে, এমন সন্দেহ করে সে। এমনকী, ওই বালক বোনের সঙ্গে দেখা করতেই তাদের বাড়ি আসে। বিজনোরের সুপারইন্টেন্ডেন্ট জানান, ‘২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় দু’জন বাইকে এমএম ইন্টার কলেজে যায়। দু’জন মদ্যপান করে। নাগিনা হাইওয়ের কাছে জইনস গার্ডেনে গলার নলি কেটে খুন করে বালক।’

আরও পড়ুন:  Toyota India: ভারতের Toyota-র স্তম্ভ পতন

৩০২ ধারায় মামলা রুজু হয়েছে ধামপুর থানায়। জিজ্ঞাসাবাদে খুনের কথা স্বীকার করেছে অভিযুক্ত বালক। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গ্রেপ্তার করা হয়েছে বালককে। খুনে ব্যবহৃত বাইক এবং ছুরিও বাজেয়াপ্ত করেছে পুলিশ।

Featured article

%d bloggers like this: