22 C
Kolkata

Acid Attack: দিল্লি অ্যাসিড হামলায় গ্রেপ্তার ৩

নয়াদিল্লি: প্রশ্নের মুখে রাজধানীর নিরাপত্তা। সাতসকালে পথচলতি স্কুল ছাত্রীর মুখে অ্যাসিড হামলার সাক্ষী নয়াদিল্লি। বুধবার সকাল সাড়ে ৭টা নাগাদ দক্ষিণ-পশ্চিম দিল্লির দ্বারকা এলাকায় এই ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, ওই নাবালিকা (১৭) তার বোনের (১৩) সঙ্গে রাস্তা দিয়ে যাচ্ছিল। তখনই পথচলতি একটি বাইক আসে। বাইকে দুজন ছিল। একজন মেয়েটির দিকে তরল পদার্থ ছুড়ে বাইক নিয়ে চম্পট দেয়। এরপরই মেয়েটিকে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অ্যাসিড চিকিৎসার আইসিইউ বিভাগে সে রয়েছে। মুখের ৭ থেকে ৮ শতাংশ জ্বলে গিয়েছে। বর্তমানে অবস্থা স্থিতিশীল বলেই চিকিৎসক জানিয়েছে।
ইতিমধ্যে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আক্রান্ত মেয়েটি দু’জন অভিযুক্তকে চিহ্নিত করেেছে। কী কারণে এই অপরাধ তা জানার চেষ্টা করছে পুলিশ।

আরও পড়ুন:  OYO Rooms: ক্রমশই বাড়ছে OYO-র ব্যবসা !

অ্যাসিড আক্রান্ত মেয়েটির পিতা জানান, প্রতিদিনের মতো দুই মেয়ে একসঙ্গে স্কুলে যাচ্ছিল। তখনই কেউ রাসায়নিক হামলা চালায় বড় মেয়ের উপর। ও যদি আগে বলত যে কারওর সঙ্গে কোনও সমস্যা হয়েছে বা কেউ ভয় দেখাচ্ছে, তবে আমরা ওর সঙ্গেই যেতাম।

Featured article

%d bloggers like this: