নয়াদিল্লি: করোনা বাড়ছে রাজধানীতে। চিন্তার ভাঁজ দিল্লি প্রশাসনের মাথায়। ভাবাচ্ছে দেশের সরকারকেও। এরই মধ্যে শিশুদের করোনা টিকা ব্যবহারে মিলল জরুরিভিত্তিক ছাড়পত্র। ৬-১২ বছর বয়সীদের দেওয়া যেতে পারে ভারত বায়োটেকের কোভ্যাক্সিন। খুব শীঘ্রই দেশে এই টিকাকরণের কাজও শুরু করা হবে। তবে সেই দিনটা কবে, তা এখনও জানানো হয়নি। দেশে ইতিমধ্যে করোনাস্ফীতি লক্ষ্য করা গেছে। মুম্বইতে এর প্রভাব এখনও লক্ষ্য না করা গেলেও চিন্তা রয়েছে। শিশুদের যাতে কোনও ক্ষতি না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে বলে মনে করছে প্রশাসন। আর তাই দেরি না করে কোভিড টিকায় ছাড়পত্র দেওয়া হয়েছে। ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার পক্ষ থেকে দেওয়া হয়েছে অনুমতি।
গোটা দেশজুড়ে গতবছর ১৬ জানুয়ারি থেকে শুরু হয়েছিল করোনা টিকাকরণের যাত্রা। প্রথম সারির যোদ্ধাদের গত ২ ফেব্রুয়ারি থেকে টিকা দেওয়া শুরু হয়। ইতিমধ্যে বয়স্কদের বুস্টার ডোজও দেওয়া হয়েছে। ১৫-১৮ বছরের টিকাও দেওয়া হয়েছে। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ডোজের প্রক্রিয়া চলছে। ১৮ ঊর্ধ্বদের ‘প্রিকশন ডোজ’ বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলিতে দেওয়া শুরু হয়েছে ১০ এপ্রিল থেকে।