হিন্ডেনবার্গের রিসার্চের একটি রিপোর্ট প্রকাশ্যে আসতেই হু হু করে পতন ঘটেছে আদানি গোষ্ঠীর শেয়ারগুলির। চরম বিপাকে এখন আদানি গোষ্ঠী। এবার মোদী-ঘনিষ্ঠ ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে সরব হল বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। আদানি ইস্যুতে মুলতুবি প্রস্তাব আনলেন তৃণমূল সাংসদ। মার্কিন শর্ট-সেলার হিন্ডেনবার্গ রিসার্চের একটি রিপোর্টে বলা হয়েছে, আদানি গোষ্ঠী (Adani Group) শেয়ারের ভ্যালুয়েশন অনায্যভাবে বাড়িয়েছে। সংস্থার ঘাড়ে অস্বাভাবিক অঙ্কের দেনা আছে বলেও দাবি তোলা হয়। গত ২৪শে জানুয়ারির সেই রিপোর্টেই ধস নেমেছে আদানি গোষ্ঠীর শেয়ারে। মাত্র দিন পাঁচেকেই আদানি গোষ্ঠীর শেয়ার বাজার থেকে উধাও হয়ে যায় প্রায় ১০০ বিলিয়ন ডলার। আদানিদের (Adani Group) সর্ববৃহৎ সংস্থা আদানি এন্টারপ্রাইজ তো বটেই, সেই সঙ্গে বাকিগুলির অবস্থাও তথৈবচ। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টে হিন্ডেনবার্গের বিরুদ্ধে জনস্বার্থে দায়ের হল মামলা। শুক্রবারই আইনজীবী এমএল শর্মা ওই মামলা করেছেন।
পিটিশনে অভিযোগ করা হয়েছে, ‘ইচ্ছাকৃত’ ভাবেই আদানি গ্রুপ বাজারে এফপিও (FPO) ছাড়ার আগেই ওই খবর ছড়িয়ে দিয়েছিল হিন্ডেনবার্গ। উল্লেখ্য, শেয়ার বাজারে লাগাতার রক্তক্ষয় রুখতে বাজেটের দিনই FPO প্রত্যাহার করে নিয়েছে আদানি গোষ্ঠী। শেয়ার বাজারে রক্তক্ষয়ের মধ্যে ২০ হাজার কোটি টাকার FPO বাজারে ছেড়েছিল আদানিরা। সেই শেয়ার পুরোপুরি বিক্রিও হয়ে গিয়েছিল। কিন্তু লাগাতার দর পড়ায় বিনিয়োগকারীদের মোটা অঙ্কের লোকসানের আশঙ্কা তৈরি হয়েছিল। তাই একপ্রকার মুখ বাঁচাতে FPO প্রত্যাহারের সিদ্ধান্ত। মামলাকারীদের দাবি, হিন্ডেনবার্গের রিপোর্টে আনা সব অভিযোগ খতিয়ে দেখা হোক। পাশাপাশি দাবি করা হয়েছে, এর ফলে বিনিয়োগকারীদের প্রভূত ক্ষতির মুখে পড়তে হয়েছে। এই পরিস্থিতিতে বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দেওয়ার দাবিও করা হয়েছে পিটিশনে।