আহমেদাবাদ: গুজরাতে বৃহস্পতিবার প্রথম দফায় ভোট গ্রহণ। সরকার কী বদলাবে? মোদি-শাহের পরীক্ষা আজ। পাঞ্জাব বিধানসভার ফল বিজেপির হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়েছে। শাসক দলে বসেছে আম আদমি পার্টি। গুজরাত নির্বাচন নিয়ে অরবিন্দ কেজরিওয়াল ট্যুইট করেছেন। সকলকে ভোট দিতে কেন্দ্রে যাওয়ার ডাক দিয়েছেন তিনি। অরবিন্দ লিখেছেন, ‘আজ গুজরাত বিধানসভার ৮৯টি আসনে ভোটগ্রহণ। প্রত্যেকের কাছে আমার অনুরোধ, আপনারা আসুন এবং গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন। গুজরাত এবং সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়তে আপনারা হাত লাগান। অনেক বড় কিছু করার সুযোগ এসেছে আপনাদের কাছে। এর ব্যবহার করুন।’ এক কথায় গুজরাতের সরকার পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন অরবিন্দ।