আবারও গেড়ুয়া শিবিরে ভাঙন। এবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল। রবিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ক্যামাক স্ট্রিটের দফতরে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল। এই নিয়ে ষষ্ঠ বিজেপি বিধায়ক যোগ দিলেন তৃণমূলে। তাঁকে উত্তরীয় পরিয়ে দলে যোগদান করান তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)।
সুমন কাঞ্জিলাল পেশায় সাংবাদিক। সুমন রাজনীতিতে যোগদান করেন ২০২০ সালে। বিগত নির্বাচনে আলিপুরদুয়ার থেকে বিজেপির টিকিটে জয়ী হন তিনি। বিধানসভা ভোটে ৭৭টি আসনে জিতেছিল বিজেপি। দলের দুই সাংসদও জয়ী হয়েছিলেন বিধায়ক পদে। তাঁরা অবশ্য পরে বিধায়ক পদ ছেড়ে দেন। ওই দুটি আসনের উপনির্বাচনেই জয় পায় তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। বর্তমানে বিধানসভায় খাতায়কলমে বিজেপির বিধায়ক সংখ্যা ৭৫ হলেও, ৬ জন বিধায়কের দলবদলে কার্যত এই সংখ্যা ৬৯-এ নামল। ২০২৪ এর আবারও ভরাডুবির শিকার বিজেপি শিবির।