নিজস্ব প্রতিবেদন: এখনও পর্যন্ত ৫৭ শতাংশ ভোট পড়েছে গুজরাত বিধানসভা নির্বাচনের প্রথম দফায়। মানুষের সমর্থন বিজেপির দিকেই যাচ্ছে বলে একপ্রকার নিশ্চিত সুর দিয়েছেন নরেন্দ্র মোদি, জেপি নাড্ডারা। নির্বাচনী প্রচারে বেরিয়ে নরেন্দ্র মোদির মুখে মৈত্রীর বার্তা। মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলকে সমর্থনের আর্জি জানিয়েছেন তিনি। একই আর্জি জানিয়েছেন অমিত শাহ, জেপি নাড্ডারা। তবে একপ্রকার নিশ্চিত প্রধানমন্ত্রী, মানুষের সমর্থন বিজেপির দিকেই।অন্যদিকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বলেন, গুজরাত নির্বাচনে বিজেপিই সমর্থন পাচ্ছে। কারণ ভূপেন্দ্র প্যাটেল রাজ্যের উন্নয়নে কাজ করেছেন। আমরা ইতিবাচক ফলের আশা করছি। এদিকে কংগ্রেস অশ্লীল ভাষায় প্রধানমন্ত্রীকে আক্রমণের প্রতিযোগিতায় নেমেছে বলে আক্রমণ শানান অমিত শাহ।