28 C
Kolkata

কেরলে নামল এয়ার ইন্ডিয়ার বিমান

নিজস্ব সংবাদদাতা :: বিদেশে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারের তোড়জোড় শুরু হয়ে গেছে। সংযুক্ত আরব আমিরশাহিতেই আটকে লক্ষাধিক ভারতীয়। তাঁদের আনতে বৃহস্পতিবারই উড়ে গিয়েছিল এয়ার ইন্ডিয়ার বিমান। আবু ধাবি ও দুবাই থেকে প্রথম দফায় দুটি বিশেষ বিমানে করে ফিরিয়ে আনা হয়েছে ৩৬৩ জন ভারতীয়কে। আরব মুলুক থেকে ভারতীয়দের ফিরিয়ে আনতে উড়ে যায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের দুটি বিমান। একটি আবু ধাবি থেকে যাত্রীদের নিয়ে পৌঁছেছে কোচিতে। অন্যটি দুবাই থেকে ভারতীয়দের উদ্ধার করে পৌঁছেছে কোঝিকোড়ে। সূত্রের খবর, বিমানবন্দরে নামার পরে প্রত্যেক যাত্রীরই স্ক্রিনিং ও অ্যান্টিবডি টেস্ট করা হয়। তাঁদের সাতদিনের জন্য কোয়ারেন্টাইন সেন্টারে পর্যবেক্ষণে রাখা হবে। এই সময় তাঁদের প্রত্যেকের আরটি-পিসিআর টেস্ট করা হবে। সংক্রমণ ধরা পড়লে সঙ্গে সঙ্গেই পাঠানো হবে হাসপাতালে। আর টেস্টের রিপোর্ট নেগেটিভ এলে তাঁদের বাড়ি ফিরে যেতে দেওয়া হবে। তবে বাড়িতে অন্তত সাতদিন সেলফ-কোয়ারেন্টাইনে থাকতে হবে তাঁদের। বিদেশ থেকে ফিরিয়ে আনা প্রত্যেক যাত্রীকে বহুবার স্ক্রিনিং করা হয়েছে বলে খবর। গর্ভবতী মহিলা এবং প্রবীণদের জন্যও রয়েছে আলাদা ব্যবস্থা। তাঁদের কোয়ারেন্টাইনে বিশেষ পর্যবেক্ষণে রাখা হবে। ৭ মে থেকে দফায় দফায় বিদেশে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনা হবে বলে সোমবারই একটি বিবৃতি প্রকাশ করে জানায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তার জন্য বিমান ও নৌবাহিনীর জাহাজ পাঠানো হচ্ছে বলে জানানো হয়। এত সংখ্যক মানুষকে উদ্ধারের বৃহত্তর পরিকল্পনা স্বাধীনতার পরে এই প্রথম। কেন্দ্রীয় সরকারের তরফে এই উদ্ধার অভিযানের নাম দেওয়া হয়েছে ‘বন্দে ভারত মিশন’। কর্মসূত্রে এই মুহূর্তে যত ভারতীয় বিদেশে রয়েছেন, তার মধ্যে ৭০ শতাংশই রয়েছেন সংযুক্ত আমিরশাহি, সৌদি আরব, কুয়েত, ওমান, কাতার এবং বাহরিনে। মলদ্বীপে আটকে রয়েছেন অনেকে। ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কিছু দেশেও আটকে পড়েছেন ভারতীয়রা। দেশে ফেরার কাতর আর্জি জানিয়ে তাঁরা ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছিলেন। জানা গেছে, প্রবাসে আটকে পড়া ভারতীয়রা নিজেরাই টিকিটের খরচ দিয়ে দেশে ফেরার আবেদন করেছিলেন।

আরও পড়ুন:  Crime: ফের দলিত নির্যাতন যোগীরাজ্যে, গণধর্ষণের পর পুড়িয়ে হত্যা নাবালিকাকে
আরও পড়ুন:  ক্লাসে বকেছিলেন, বদলা নিতে শিক্ষককে গুলি করল ছাত্র

Related posts:

Featured article

%d bloggers like this: