25 C
Kolkata

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ৪ শতাংশ মহার্ঘ ভাতা বাড়াবে কেন্দ্র !

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আবারও সুখবর। খুব শীঘ্রই মহার্ঘ ভাতা বাড়ানোর ঘোষণা করতে পারে মোদি সরকার। গত সেপ্টেম্বরেই ডিএ বাড়ানোর ঘোষণা করেছিল কেন্দ্র, যা কার্যকর হয়েছে গত জুলাই থেকে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, ফের ডিএ বাড়ানো হবে। আগের বারের মতো ৪ শতাংশ বাড়বে মহার্ঘ ভাতা। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে এআইআরএফের সাধারণ সম্পাদক শিবগোপাল মিশ্র জানিয়েছেন, ”মহার্ঘ ভাতা বাড়ার কথা ৪.২৩ শতাংশ। কিন্তু সরকার কখনও ভগ্নাংশে মহার্ঘ ভাতা বাড়ায় না। তাই ৪ শতাংশ বাড়িয়ে তা ৪২ শতাংশ করা হবে।”

গতবারের বৃদ্ধিতে মোট DA প্রাপ্তি দাঁড়িয়েছিল মূল বেতনের ৩৮ শতাংশে (Central Government)। তা ৪ শতাংশ বেড়ে হবে ৪২ শতাংশ। উল্লেখ্য, গত বছরের ১ এপ্রিলও মহার্ঘ ভাতাও বাড়ানো হয়েছিল। সেবার ডিএ বেড়েছিল ৩ শতাংশ। ফলে এবারের ঘোষণা হয়ে গেলে বর্তমান অর্থবর্ষে ১১ শতাংশ হবে মহার্ঘ ভাতা বৃদ্ধির মোট পরিমাণ। সাধারণত কোনও বছরে গড়ে দুইবারই মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়। দেশের প্রায় ১ কোটি সরকারি কর্মী (Central Government) ও পেনশনভোগীরা এই সুবিধা পেয়ে থাকেন।

আরও পড়ুন:  Anubrata Mondal:নিজের আধার কার্ড না থাকায় ফোনে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না বীর’ কেষ্ট

Featured article

%d bloggers like this: