নিজস্ব সংবাদদাতা : সপ্তাহের প্রথম দিন সেই ঊর্ধ্বমুখী গ্রাফে সামান্য পতন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কোভিড পজিটিভ ২ লক্ষ ৫৮ হাজার ৮৯ জন। তবে উদ্বেগ বাড়িয়েছে মৃতের সংখ্যা। একদিনে দেশে করোনার বলি ৩৮৫ জন, রবিবারও যা ছিল ৩১৪। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় লাফিয়ে বেড়েছে মৃত্যুহার। দৈনিক মৃত্যুর হার বাড়ল প্রায় ২০ শতাংশ। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী,
একদিনে করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৫১ হাজার ৭৪০ জন।
পজিটিভিটি রেট বেড়ে দাঁড়িয়েছে ১৯.৬৫ শতাংশ
হু হু করে বেড়েছে অ্য়াকটিভ রোগীর সংখ্যাও।
দেশে অ্যাকটিভ কেস ১৬,৫৬,৩৪১, রবিবারও যা ছিল সাড়ে ১৫ লক্ষের সামান্য বেশি।
এরে মধ্যে নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন আক্রান্তের সংখ্যাই পেরিয়ে গিয়েছে ৮ হাজার। এই মুহূর্তে তা ৮ হাজার ২৯
গত ২৪ ঘণ্টায় ৬ শতাংশেরও বেশি।
দৈনিক সংক্রমণের প্রায় ৫০ শতাংশই ওমিক্রন বলে জানাচ্ছে স্বাস্থ্যমন্ত্রক।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১৩,১৩,১৪৪
যার মধ্যে ১৯.৬৫ শতাংশ রিপোর্টই পজিটিভ, এই পরীক্ষায় আরও জোর দেওয়া হচ্ছে।
গতকালের পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে একদিনে সংক্রমণ অনেকটাই কমল। রবিবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ১৪ হাজার ৯৩৮ জন। তৃতীয় ঢেউয়ে রাজ্যে একদিনে মৃত্যু হয়েছে ৩৬ জনের। দেশের যে কয়েকটি রাজ্যে কোভিড সংক্রমণ উদ্বেগজনক, তার মধ্যে অন্যতম মহারাষ্ট্র, দিল্লি।মুম্বইয়ে সংক্রমণের বাড়বাড়ন্তের জেরে বিয়ের রেজিস্ট্রেশন আপাতত বন্ধ রাখা হয়েছে।
এছাড়া ভোটমুখী উত্তরপ্রদেশ, পাঞ্জাবেও বাড়ছে সংক্রমণ। বাংলার পরিস্থিতি নিয়েও উদ্বিগ্ন কেন্দ্র। বিভিন্ন রাজ্যে কড় কোভিডবিধি জারি থাকলেও সংক্রমণে বাগে আনা রীতিমত চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। যদিও ভোটমুখী ৫ রাজ্যে করোনার বাড়বাড়ন্ত এড়াতে সমস্ত সভা, মিছিল আপাতত স্থগিত করেছে নির্বাচন কমিশন।