28 C
Kolkata

Sonia Gandhi Covid Positive: ‘দুরাত্মার ছলের অভাব হয় না’- সোনিয়া গান্ধীর করোনায় মত বিরোধীদের

নয়াদিল্লি: ইডির সমন এসেছে বুধবার। ২৪ ঘণ্টার মধ্যেই করোনা থাবা বসাল ঐতিহ্যমণ্ডিত গান্ধী পরিবারে! বৃহস্পতিবার কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা সংবাদমাধ্যমে জানান, ‘আমাদের সভানেত্রী সোনিয়া গান্ধী কোভিড আক্রান্ত। বুধবার মৃদু জ্বর আসে তাঁর। রয়েছে অন্যান্য উপসর্গও। আপাতত নিভৃতবাসে কংগ্রেসের হাইকমান্ড। চিকিৎসকের পরামর্শে ওষুধ চলছে।’ কয়েক দিন আগেই জয়পুরের চিন্তন শিবিরে হাজির ছিলেন সোনিয়া। একাধিক নেতার সঙ্গে বৈঠকও করেছেন তিনি। তবে তাঁর সংস্পর্শে আসা কংগ্রেস নেতারা আক্রান্ত কি না সেই বিষয়ে কিছুই জানা যায়নি।

ন্যাশনাল হেরাল্ড দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বুধবার সোনিয়া ও রাহুল গান্ধীকে ডেকে পাঠানোর নোটিস ইডি। ৯০ কোটি টাকার বেআইনি লেনদেন। এ নিয়ে মামলা আগেই রুজু হয়েছে। এইদিন ইডির দপ্তরে দুই হেভিওয়েটকে ডেকে পাঠানোর নির্দেশ এসেছে। বৃহস্পতিবারই হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু রাহুল আগেই জানিয়ে দিয়েছেন, ৫ জুনের আগে তাঁর পক্ষে যাওয়া অসম্ভব। অন্যদিকে, ৮ জুন যাওয়ার কথা সোনিয়ার। কিন্তু তাঁর আগেই করোনার কাঁটা। শরীরে ভাইরাস নিয়ে হাজিরা দেওয়া সম্ভব নয়। বিরোধীদের ভাষায়, ‘দুরাত্মার ছলের অভাব হয় না।’ যদিও কংগ্রেস নিশ্চিত, লোকসভা নির্বাচন এবং রাষ্ট্রপতি নির্বাচনের আগে ষড়যন্ত্রের ফাঁদ পাতছে বিজেপি। এবছরই গুজরাতে বিধানসভার লড়াই। তার আগে কংগ্রেসকে দুর্বল করার এ এক প্রচেষ্টা মাত্র। রণদীপ সুরজেওয়ালার বক্তব্য, ‘১৯৪২ সালে ব্রিটিশ সরকার ন্যাশনাল হেরাল্ড এবং এর সঙ্গে যুক্ত থাকা কংগ্রেস নেতৃত্বকে হেনস্থা করছে। কংগ্রেস সেই সময়ও ব্রিটিশ শাসনে ভয় পায়নি। এবার পাওয়ার কোনও কারণই নেই।’ অভিষেক মনু সিংভি বলেছেন, ‘একটি সংস্থা ঋণ মেটাবে, মালিকানা হস্তান্তর করবে- এসব কর্পোরেট লেনদেনের বিষয়। এনফোর্সমেন্টের কাছে তো ৯০ কোটি লেনদেনের প্রমান নেই। তাই অভিযোগ অর্থহীন।’

আরও পড়ুন:  'BJP কংগ্রেসের কাছ থেকে আবর্জনা সংগ্রহ করেছে', অমরিন্দরের দলত্যাগ নিয়ে কটাক্ষ আপের
আরও পড়ুন:  যুবতীকে খুনের অভিযোগে গ্রেপ্তার BJP নেতার ছেলে, মুখ্যমন্ত্রীর নির্দেশে রিসর্ট গুঁড়িয়ে দিল প্রশাসন

Related posts:

Featured article

%d bloggers like this: