নিজস্ব প্রতিবেদন : দিল্লিতে আবারও খুন করে দেহ টুকরো করে ছড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘটলো। জানা গিয়েছে, কিছুদিন আগে পূর্ব দিল্লিতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির দেহাংশ পায় পুলিস। সেই ঘটনার তদন্ত করতে গিয়ে মৃত ব্যক্তিকে চিহ্নিত করে সম্ভাব্য খুনিদের গ্রেপ্তার করে পুলিস। মৃতের নাম অঞ্জন দাস। বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে এই সন্দেহে তাঁকে খুন করে তাঁর দেহ টুকরো করে মৃতের স্ত্রী পুনম ও ছেলে দীপক ছড়িয়ে দেয় বলে অভিযোগ।