নিজস্ব সংবাদদাতা :: বারবার আবেদন করেও মিলছিল না জামিন। অবশেষে জামিন পেয়ে গেল ২০ বছর আগের ম্যাচ গড়াপেটা কেলেঙ্কারির মূল অভিযুক্ত সঞ্জীব চাওলা। ২০ বছর ধরে তার বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগে মামলা চলছে ভারতের আদালতে। দীর্ঘদিন ধরে ওয়ান্টেড এই বুকিকে এবছর ফেব্রুয়ারি মাসে ব্রিটেন থেকে ফিরিয়ে আনে ভারত। তারপর থেকে জেলেই ছিল সঞ্জীব। কিন্তু করোনা আতঙ্ককে ঢাল হিসেবে ব্যবহার করে দিল্লির এক আদালতে শর্ত সাপেক্ষে ২ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেল সে।
২০০০ সালের ৭ এপ্রিল হ্যানসি ক্রোনিয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচ গড়াপেটার অভিযোগ দায়ের করে দিল্লি পুলিশ। মাসখানেক পরেই জিজ্ঞাসাবাদে ফিক্সিংয়ের কথা স্বীকার করেন ক্রোনিয়ে। তিনি জানিয়ে দেন, সঞ্জীব চাওলা নামের ওই বুকিই তাঁকে ফিক্সারদের সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছে। ক্রোনিয়ের স্বীকারোক্তির পর ম্যাচ গড়াপেটার তদন্ত গতি পায়। কিন্তু, বছর দুই পরে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় মারা যান ঘটনার মূল অভিযুক্ত এবং সাক্ষী ক্রোনিয়ে। ঝিমিয়ে পড়ে ম্যাচ গড়াপেটা তদন্তের গতি। এদিকে, ততদিনে সঞ্জীব চাওলা ভারত ছেড়ে পালিয়ে আশ্রয় নিয়েছে ব্রিটেনে। সেখানেই নাগরিকত্ব নিয়ে এতদিন থাকছিল কুখ্যাত এই বুকি। তাঁর বিরুদ্ধে ২০১৩ সালে চার্জশিট পেশ করে দিল্লি পুলিশ। তারপর থেকেই লন্ডনের আদালতে তাঁর প্রত্যর্পণের মামলা চলছিল। ফেব্রুয়ারিতে সেই মামলায় জয়লাভ করে ভারত। তাঁকে দেশে ফেরান হয়। কিন্তু মাস তিনেক যেতে না যেতেই জামিন পেয়ে গেল সে।