18 C
Kolkata

সাড়ে বারোঘন্টার জেরার মুখোমুখি হয়েও অর্ণব অনমনীয়

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা 28 এপ্রিল – সকাল সাড়ে নোটা থেকে রাত দশটা
মাঝে একবারও চা – কফি পানের বিরতি নেই. প্রশ্নও ওঠেনা লাঞ্চ এর. ভারতের অন্যতম সেরা টিভি সঞ্চালক ও রিপাবলিক টিভি এর মালিক এবং এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীকে মুম্বাই পুলিশ টানা জেরা করলো সোমবার. জেরা থেকে বেরিয়েই তাঁর টিভি চ্যানেল এর লাইভ অনুষ্ঠানে বসেই তীব্র ভাষায় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে আক্রমণ করে অর্ণব বললেন, পালঘরে দুজন সন্ত কে গণপিটুনিতে হত্যা করার নেপথ্য কাহিনি সামনে আসবেই এবং দেখা যাবে যে সোনিয়ার কংগ্রেস দল এর পিছনে আছে. উল্লেখ্য, পালঘর এর সন্ত হত্যা নিয়ে টানা টিভিতে সোনিয়া গান্ধীকে আক্রমণ করার পর কদিন আগে রাতে বাড়ি ফেরার পথে আক্রান্ত হন অর্ণব এবং তাঁর স্ত্রী সাম্যব্রত. এই ঘটনায় দুজন যুব কংগ্রেস কর্মী গ্রেফতার হওয়ার পর অর্ণব অভিযোগ তোলেন যে তাঁর বিরুদ্ধে আক্রমণের নেপথ্যে সোনিয়া গান্ধী. মুম্বাই এর এল এম যোশী থানায় এফ আই আর দায়ের করেন তিনি. এই এল এম যোশী থানাতেই তাঁকে সোমবার জেরা করা হয়. অর্ণব জেরার সময় পালঘরের আক্রমণে কংগ্রেস এর যোগাযোগ থাকার তথ্যপ্রমাণও দাখিল করেন. অর্ণবের সঙ্গে ছিলেন তাঁর আইনজীবী সুজয় কান্তিবালা. জেরার শেষে থানার বাইরে অপেক্ষমান সাংবাদিকদের অর্ণব জানান সত্যের জয় হবেই এবং সোনিয়া গান্ধী অভিযুক্ত হবেন ই. কোনো মানহানির মামলায় এ ভাবে টানা সাড়ে বারো ঘন্টার জেরাকে তথ্যাভিজ্ঞ মহল অভূতপূর্ব বলছেন এবং অনেকেই এর মধ্যে প্রতিহিংসার গন্ধ পাচ্ছেন.

আরও পড়ুন:  Delhi : লিফটে আটকে তিন শিশু !ভয়ানক কান্ড ঘটল তারপর

Featured article

%d bloggers like this: