নয়াদিল্লি: কড়া পদক্ষেপ নিল ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন। বিমান সংস্থাগুলির জন্য স্পষ্ট নির্দেশিকা দিল ডিজিসিএ। বিশেষভাবে সক্ষম যাত্রীদের কোনওভাবেই এড়িয়ে যেতে পারে না সংস্থা। প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তবেই যাত্রীকে বিমানে উঠতে বারণ করা যেতে পারে।
ডিজিসিএ একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, ‘কোনও যাত্রীকে বিমানে উঠতে বারণ করতে পারে না বিমানসংস্থা। বিমানে উড়ান শুরু হওয়ার পরও অনেকের সমস্যা দেখা দিতে পারে। প্রয়োজনে বিমানের মধ্যে চিকিৎসকের ব্যবস্থা করতে হবে। কিন্তু আগে থেকেই বিমানে উঠতে বাধা দেওয়া যাবে না। তেমন পরিস্থিতি হলে, বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। তিনি বললে তবেই আগামী পদক্ষেপ নিতে পারবে সংস্থাগুলি।’