29 C
Kolkata

Eknath Shinde is new CM: একনাথ শিন্ডে মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন: সব জল্পনার অবসান ঘটিয়ে একনাথ শিন্ডেকে মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী বেছে নেওয়া হলো। বিগত কয়েক দিন ধরেই মহারাষ্ট্রের সরকারে এক ভাঙ্গন ধরেছিলো। শিবসেনা প্রমুখ উদ্ধব ঠাকরের বিরোধিতা করেন দলের বিধায়ক একনাথ শিন্ডে। তার সাথে একে একে যোগদান করেন ৪৬ জন বিধায়ক। তাঁরা সুরক্ষিত থাকার অভিপ্রায় প্রথমে সুরাটে পরে গুয়াহাটিতে চলে যান।

এই অবস্থায় মাঠে নামেন শিবসেনার জোটসঙ্গী এনসিপি এবং কংগ্রেস। কিন্তু উদ্ধব ঠাকরে করোনা পজিটিভ হওয়ায় তার সাথে দেখা করতে পারেননি। তবে বুধবার তাঁর রিপোর্ট নেগেটিভ আসে। তিনি ফেসবুক লাইভ-এ এসে বলেন যদি বিরোধীরা আলোচনায় বসে বলেন তারা যা চেয়ে তাতে তিনি দরকার পড়লে মুখ্যমন্ত্রীতো ছেড়ে দেবেন।

আরও পড়ুন:  Student Suicide: পরপর দুই পড়ুয়ার মৃত্যুর ঘটনায় উত্তাল পঞ্জাবের বিশ্ববিদ্যালয়

এরপরই সঞ্জয় রাউতের টুইট জল্পনা আরও বাড়িয়ে দেয়। তিনি বলেন মহারাষ্ট্রের পরিস্থিতি যা তাতে সরকার ভাঙার পথেই এগোচ্ছে। তবে শেষ পর্যন্ত সমস্ত কিছু ছাপিয়ে খবর আসে বিক্ষুব্ধ নেতা একনাথ শিন্ডেকে মুখ্যমন্ত্রী হিসাবে বিবেচনা করা হল।

আরও পড়ুন:  স্বপ্নপূরণ! এবার বিনামূল্যে বিমান ভ্রমণের সুযোগ দিচ্ছে Air Asia

Featured article

%d bloggers like this: