27 C
Kolkata

India Pakistan Boeder : সীমান্তে উৎসব

জয়পুর : বকরি ঈদের দিন সীমান্তে দেখা গেল এক অন্য দৃশ্য। অন্যসময় একে অপরের দিকে বন্দুক উঁচিয়ে থাকা সেনারা এদিন গোলা গুলি ছেড়ে ব্যস্ত মিষ্টির বাক্স আদানপ্রদানে । ব্যস্ত প্রতিবেশীর সঙ্গে সীমান্তে উৎসবের মেজাজ।

রবিবার সকালে পাকিস্তানের রেঞ্জার্সদের সঙ্গে গুজরাত ফ্রন্টিয়ারের সীমান্ত রক্ষী জওয়ান শুভেচ্ছা বিনিময় করেন । আর সেই সেই উপলক্ষ্যেই হয় মিষ্টি মুখ। গুজরাট ছাড়াও রাজস্থানে দেখা গেল কুরবানি ঈদের এমনই দৃশ্য ।

দু’দেশে হাজারও শত্রুতার মাঝে উৎসবের দিন এমন দৃশ্য দেখতে অভ্যস্ত ভারত পাকিস্থান । ঈদ ছাড়াও দীপাবলি হোলি কিংবা খুশির ইদেও দুই দেশের সীমান্ত প্রহরীরা নিজেদের মধ্যে মিষ্টি বিনিময় করেন।

আরও পড়ুন:  New Delhi Boy Raped: চাঞ্চল্যকর! এদেশে সুরক্ষিত নয় মহিলা-পুরুষ

Featured article

%d bloggers like this: