25 C
Kolkata

ধানবাদে বহুতলে আগুন, পুড়ে ছাই একাধিক প্রাণ

ধানবাদে একটি বহুতলে আগুন লাগার ঘটনায় পুড়ে ছাই হল একাধিক প্রাণ। এখনও পর্যন্ত ১৪ জনের দেহ উদ্ধার হয়েছে। ঘটনাস্থলে দমকলের ৪ টি ইঞ্জিন। এখনও বহুতলে বহু মানুষ আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। তবে ঠিক কত জন আটকে রয়েছেন, তা সঠিক জানা যায়নি। ১৪ জনের মধ্যে ২ শিশুরও মৃত্যুর খবর মিলেছে। মঙ্গলবার রাতে এ নিয়ে তীব্র আতঙ্ক ছড়িয়েছে ঝাড়খণ্ডের ধানবাদ (Dhanbad Fire) ব্যাঙ্ক মোড় এলাকায়।

যে বহুতলে আগুন লেগেছে, তার নাম ‘আশীর্বাদ অ্যাপার্টমেন্ট’। মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করে টুইট করেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তিনি জানান, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালাচ্ছে জেলা প্রশাসন। আহতদের নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। ধানবাদের জেলাশাসক সন্দীপ কুমার সিংহ জানিয়েছেন, এখনও পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে। আহত অন্তত ১৫ জন। আহতদের নিকটবর্তী নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে। মৃতদেহগুলিকে ধানবাদ মেডিকেল কলেজে রাখা রয়েছে। বুধবার সকালে দেহগুলির ময়নাতদন্ত করা হবে।

আরও পড়ুন:  Unemployment Allowance: ১ এপ্রিল থেকে শুরু হচ্ছে বেকারত্ব ভাতা ! মাসিক 2,500 টাকা দেবে সরকার

প্রসঙ্গত, কয়েক দিন আগে এই ব্যাঙ্ক মোড়ে একটি বেসরকারি হাসপাতালে আগুন লাগার ঘটনায় মৃত্যু হয় চিকিৎসক দম্পতি-সহ ৬ জনের। মঙ্গলবার ঠিক তার পাশের একটি বহুতলে এই অগ্নিকাণ্ডের (Dhanbad Fire) ঘটনা ঘটেছে। ফলে আতঙ্কিত হয়ে পড়েছেন ওই বহুতলের পাশের আবাসিকরাও। তবে কী কারণে এই আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি।

Featured article

%d bloggers like this: