নিজস্ব সংবাদদাতাঃ কংগ্রেসে আর থাকতে রাজি নন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করার পরের দিনই তিনি জানান, কংগ্রেসে তিনি থাকতে আর রাজি নয়। তিনি জানান, “বারবার অপমানিত হয়েছি। কংগ্রেসে আর নয়।’
প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই কথা শোনার পরেই শুরু জল্পনা। তাহলে কি বিজেপিতে যোগদান দিতে চলেছেন তিনি? এই বিষয়টি স্পষ্ট করেছেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, বিজেপিতে যোগ দেব না। একের পর এক নাটকীয় মোড় দেখেছে পাঞ্জাবের রাজনীতি।
প্রথমে অমরিন্দর সিংয়ের ইস্তফা, নতুন মুখ্যমন্ত্রী নিয়োগ, অমরিন্দরের বিজেপি যোগের জল্পনা এবং তার মধ্যেই প্রদেশ কংগ্রেস সভাপতি সিধুর ইস্তফা। দুরন্ত গতিতে ঘটতে থাকা ঘটনাপ্রবাহ ক্রমশ যবনিকার দিকে এগোচ্ছে। ক্রমেই যেন বিজেপির দিকে ঝুঁকছেন পাঞ্জাবের ক্যাপ্টেন। অমিত শাহের সঙ্গে দেখা হওয়ার বিষয়টি তিনি বলেছেন, এটা কোনও রাজনৈতিক সাক্ষাৎ নয়।