22 C
Kolkata

Glass Igloo Restaurant: ভূস্বর্গেই দেশের প্রথম অত্যাধুনিক রেস্তোরাঁ

নিজস্ব প্রতিবেদন: তিন চার দিনের ছুটি থাকলেই মনটা কেমন ঘুরঘুর করে তাই না। পাহাড় হোক বা সমুদ্র একটু ঘুরতে যেতে পারলেই একেবারে মুড অন হয়ে যায়। তবে সমুদ্র থেকে পাহাড়ে ঘুরতে যাওয়ার প্রবণতা ভ্রমণ প্রেমীদের মধ্যে অনেকটাই বেশি। পাহাড়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে বরফ। পূজোর ছুটি হোক বা হাতে লম্বা ছুটি সুযোগ পেলেই পাহাড়ে বরফের উদ্দেশ্যে রওনা দেয় অনেক ভ্রমণ প্রেমী। দার্জিলিং, গ্যাংটক, মানালি, লাদাগ, লেলেগাঁ ও মতনই কাশ্মীর ও অন্যতম পর্যটন কেন্দ্র। জঙ্গি আতঙ্কে ভয় থাকলেও বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা কাশ্মীর ঘুরতে আসেন। এবার কাশ্মীর ঘুরতে গেলেই আপনারা দেশের প্রথম ‘গ্লাস ইগলু রেস্তোরাঁ’য় বসে বরফের মাঝে কফি খাওয়ার একটা আলাদাই অনুভূতি পেতে পারে। এই রেস্তোরায় রোমান্টিক অনুভূতি পেতেও পারেন আপনারা।

আরও পড়ুন:  Business: ফেলে দেওয়া মাছের আঁশ বিদেশে রপ্তানি করে কোটিপতি

এই গ্লাস ইগলু রেস্তোরাঁটি গুলমার্গের কোলাহোই গ্রিন হাইটস হোটেল তৈরি করেছে। এনিয়ে হোটেল কর্তৃপক্ষ জানিয়েছেন, উপত্যকার প্রথম গ্লাস ইগলু রেস্তোরাঁ। এর আগে এই হোটেলের মালিকরাই ভূস্বর্গের প্রথম বরফে ঢাকা রেস্তোরাঁ তৈরি করেন। যার আকর্ষণে গুলমার্গে পর্যটকদের ভিড় একলাফে বেড়ে গিয়েছিল। উল্লেখ্য, হোটেল ম্যানেজার হামিদ মাসুদি দেশের এক জনপ্রিয় সংবাদমাধ্যমে জানিয়েছেন, ২০২১ সালে বিশ্বের সবচেয়ে বড় ইগলু তৈরির জন্য কৃতিত্ব গ্রহণ করেছিল। এই রেস্তোরাঁটি একটি রেকর্ড তৈরি করেছিল।এমন রেস্তোরাঁর মজা নিতে কাশ্মীরের গুলমার্গে ঘুরে আসতে পারেন।

Featured article

%d bloggers like this: