নিজস্ব সংবাদদাতা : কর্মসংস্থান বাড়াতে উদ্যোগী কর্ণাটক সরকার। সেই উদ্দেশে দোকানপাট এবং বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান ২৪ ঘণ্টা খুলে রাখায় অনুমতি দিল রাজ্য সরকার। যে যে সংস্থায় ১০ বা তার বেশি কর্মী কাজ করেন তারাই সাতদিন ২৪ ঘণ্টা প্রতিষ্ঠান খোলা রাখতে পারবে।
তবে কোনও কর্মীকে দিনে আট ঘণ্টার বেশি কাজ করানো যাবে না, নির্দেশিকায় জানানো হয়েছে এমনটাও। ওভারটাইম হলেও কাজের সময় সবথেকে বেশি ১০ ঘণ্টার বেশি হবে না। সপ্তাহে একদিন ছুটি সহ মোট ৪৮ ঘণ্টার বেশি কাউকে কাজ করানো যাবে না।
মহিলা কর্মীদের রাত ৮টার পর কাজ করানো যাবে না, জানানো হয়েছে নির্দেশিকায়। এই নিয়মের অন্যথা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গেছে। নির্দেশিকায় জানানো হয়েছে, যদি কোনও কর্মীকে ছুটির দিন কাজ করতে দেখা যায়, তবে তাঁর সংস্থার ম্যানেজার স্থানীয় ব্যক্তির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
এই নিয়ম চালু থাকবে আগামী তিন বছর। কর্নাটক সরকারের এই পদক্ষেপের কারণ কর্মসংস্থান বাড়ানো বলে জানা গেছে।