29 C
Kolkata

Gujrat : ভূমি বিদীর্ণ করে আবারও জন্ম নিলেন দেবী সীতা, দেখে নিন এক ঝলকে…

গুজরাট : চাষ করতে করতে আচমকাই শিশু কণ্ঠের আওয়াজ শুনে চমকে উঠলেন চাষি। দেখলেন মাটি থেকে বেরিয়ে আছে একটি ছোট্ট হাত। সঙ্গে সঙ্গে মাটি খুঁড়তেই বেরিয়ে এলো সদ্যজাত একটি শিশু কোননা। ঠিক যেন রামায়ণের সীতা-কাহিনী।

গুজরাতের সবরকণ্ঠ জেলার গাম্ভোই গ্রামের এই ঘটনায় শিউরে উঠছেন সকলে। কেউ বা করা জীবন্ত অবস্থায় সদ্য জন্মানো মেয়েটিকে যাতে পুঁতে দেয়। উদ্ধার করার পর তাকে সাথে সাথে হসপিটালে নিয়ে যাওয়া হয়। মাটি চাপা পরে যাওয়ায় স্বাস নিতে পারছিলোনা সে। বর্তমানে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে শিশুটিকে।

আরও পড়ুন:  Indepenence Day: স্বাধীনতা দিবসে তেরঙ্গা আলোয় সাজবে না তাজমহল, জানেন কেন?

কৃষকের অভিযোগ, সদ্যোজাত শিশুকন্যাকে মাটিতে জ্যান্ত পুঁতে দেওয়া হয়েছিল। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশও। শিশুটির বাবা-মার খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে। ইতিমধ্যেই ভারতীয় দণ্ডবিধির ৩০৭ ধারায় এফআইআর দায়ের করা হয়েছে অজ্ঞাতপরিচয় পরিবারের বিরুদ্ধে।

আরও পড়ুন:  Rape: রক্ষকই ভক্ষক! বাবার লাগাতার ধর্ষণে অন্তঃসত্ত্বা নাবালিকা মেয়ে

Featured article