নিজস্ব প্রতিবেদন: কুয়াশা ঢাকা শীতের রাতে দুর্ঘটনা। পুলিশের গাড়ির সঙ্গে ধাক্কা লাগে হরিয়ানার উপমুখ্যমন্ত্রীর। অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন তিনি। সোমবার রাতে হিসর থেকে সিরসা যাচ্ছিলেন হরিয়ানার উপমুখ্যমন্ত্রী। সেই সময় হরিয়ানার আগ্রহের কাছে দুর্ঘটনার সম্মুখীন হয় তাঁর গাড়ি। একটি পুলিশ জিপের সঙ্গে তাঁর গাড়ির ধাক্কা লাগে। তবে তিনি আহত হননি বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, পুলিশের গাড়িটি হঠাৎ ব্রেক কষে। আর সেই সময় চৌটালার কনভয় অনুসরণ করে যাচ্ছিল সেই চার চাকা। তবে ঘন কুয়াশার কারণে ব্রেক কষার বিষয়টি খেয়াল করতে পারেনি চালক। আর তার ফলেই গিয়ে ধাক্কা মারে পুলিশের গাড়িতে। তবে এক আধিকারিক জানিয়েছেন,যে গাড়ির সঙ্গে পুলিশের বোলেরোর ধাক্কা লাগে সেই গাড়িতে ছিলেন না চৌটালা। তাঁর কনভয়ের একটি গাড়ির সঙ্গে পুলিশের জিপের সংঘর্ষ বাঁধে।
এদিকে গতকালই দুর্ঘটনার কবলে পড়েন হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ। গতকাল তিনি আম্বালা থেকে গুরুগ্রাম যাচ্ছিলেন। সেই সময় কুন্ডলি-মানেসর-পালওয়াল এক্সপ্রেসওয়েতে তাঁর গাড়ির যন্ত্রাংশ ভেঙে যায়। এই দুর্ঘটনার বিষয়ে তিনি টুইটারে জানান, তাঁর সরকারি গাড়ি মার্সিডেস বেনজ় ৫২০০-র যন্ত্রাংশ দুটো টুকরো হয়ে গিয়েছে।