লখনউ: কোনও দুর্ঘটনা হলে সাহায্যের হাত বের হওয়ার আগে ফোনটা বের হয়ে যায় সবার। এমনই যুগে বসবাস করছি আমরা। উত্তরপ্রদেশের পিলভিতের একটি ক্ষেতে জখম শিশুকে পড়ে থাকতে দেখে কানাঘুষো হল, ভিডিও হল, কিন্তু কারওর এগিয়ে আসা হল না। চোখের সামনে চরফট করে চলে গেল শিশুটা জানা গিয়েছে, উত্তরপ্রদেশের পিলভিতে কাকার সঙ্গে মেলায় গিয়েছিল এক শিশু। এরপরই তার দেহ উদ্ধার হয় ক্ষেত থেকে। কিন্তু কীভাবে এই কাণ্ড ঘটল? সবটাই তদন্তসাপেক্ষ। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, ওই শিশুকে শুয়ে ছটফট করতে দেখে এগিয়ে এল স্থানীয়রা। একে অপরকে জিজ্ঞেস করতে থাকল, এটা কীভাবে হল? শিশুটিকেও জিজ্ঞেস করা হয়, তোর এই অবস্থা কে করল? ফোন দিয়ে ভিডিও করা হয়েছে শিশুটির ছটফট করার। কিন্তু কেউ হাসপাতালে নিয়ে গেল না। সব শেষ হওয়ার পর পুলিশ এসে শিশুটিকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। মৃতের কাকাকে অভিযুক্ত বলেই মনে করা হচ্ছে।