নিজস্ব সংবাদদাতা : ২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় আসার আগে কালো টাকার বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছিলেন নরেন্দ্র মোদি। সেই কথা মত সুইস ব্যাংক থেক তথ্য আনার জন্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। নিয়মিত তথ্যও আসছে দেশে। গত একবছরে মোদি সরকারকে ১০০-রও বেশি ব্যক্তি ও সংস্থার নাম পাঠিয়েছে সুইস ব্যাঙ্ক । সেই তথ্যকে হাতিয়ার করে কালো টাকার বিরুদ্ধে অভিযান চালিয়ছে কেন্দ্র সরকারের বিভিন্ন সংস্থা। এবার দ্বিতীয় দফায় বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিল সুইজারল্যান্ডের ব্যাংকটি। সুইজারল্যান্ড ফেডারেল ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, অটোমেটিক এক্সচেঞ্জ অফ ইনফরমেশনের নীতি মেনে এ বছর ৩১ লক্ষ অ্যাকাউন্টের তথ্য তাঁরা সামনে এনেছে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, এই ৮৬টি দেশের তালিকায় নাম রয়েছে ভারতেরও। তাই কেন্দ্রের মোদি সরকারের কাছে ডসিয়ার পাঠানো হয়েছে। মনে করা হচ্ছে,সুইস ব্যাংকে কারা টাকা রাখছেন? সরকারের কর ফাঁকি দিয়ে কত টাকা জমিয়েছেন তারা সেই সংক্রান্ত তথ্য থাকছে এবার। তবে সেই তালিকায় কতজনের নাম রয়েছে, সে সম্পর্কে কোনও তথ্য দেয়নি কেন্দ্র। সুইস ব্যাঙ্কের এই নয়া তথ্য আগামী দিনে কেন্দ্রের মূল হাতিয়ার হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। যদিও বিরোধীদের বক্তব্য এত তথ্য হাতে পেয়েও কালো টাকা উদ্ধারে উল্লেখযোগ্য কোনো ভূমিকা নিতে পারেনি মোদি সরকার। এখন দেখার আগামী দিনে কী হয়