25 C
Kolkata

চিনা ব্যবসায় আবারো থাবা বসলো ভারত

নিজস্ব সংবাদদাতা :: লাদাখে ভারত-চিন সংঘাত শুরু হওয়ার পর থেকেই চিনের উপর অর্থনৈতিক দিক থেকে একের পর এক কোপ বসাতে শুরু করেছে ভারত।৪৯ টি চিনা aap নিষিদ্ধ করার পর এবার বন্দে ভারত ট্রেনের জন্য দেওয়া টেন্ডার বাতিল করে দেওয়া হয়েছে।শুক্রবার রাতেই এই নোটিফিকেশন জারি করেছে রেল মন্ত্রক। চিনের Yongji Electric Company Ltd ও গুরগাঁওয়ের Pioneer Fil-Med Pvt Ltd -এর জয়েন্ট ভেনচারে ওই ট্রেনগুলি বানানোর কথা ছিল। ওই সংস্থাকে ৪৪ টি সেমি হাই স্পিড ট্রেন তৈরি টেন্ডার দেওয়া হয়েছিল। এবার নতুন করে সেই টেন্ডার কোন সংস্থাকে দেওয়া হবে বলে জানা গিয়েছে। গত ১০ জুলাই টেন্ডার ডাকা হয়। অন্য পাঁচটি সংস্থা, যারা বিড করেছিল তারা হল Bharat Heavy Electricals Ltd, Bharat Industries, Sangrur, Electrowaves Electronics Pvt Ltd, Medha Servo Drives Pvt Ltd, and Powernetics Equipment India Pvt Ltd.এক্ষেত্রে মেক ইন ইন্ডিয়ায় বা ভারতীয় সংস্থার ক্ষেত্রে জোর দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।এর পাশাপাশি প্রভাব পড়তে চলেছে খেলনার বাজারেও। ১ সেপ্টেম্বর থেকে বিদেশ থেকে খেলনা আমদানি করার ক্ষেত্রে রাশ টানতে চলেছে মোদি সরকার। এমনটাই জানিয়েছেন ক্রেতা সুরক্ষা মন্ত্রী রামবিলাস পাসোয়ান। জানা গিয়েছে, এবার থেকে সরকার খেলনা আনার ক্ষেত্রে কোয়ালিটি চেক করবে। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড হল সরকারের একটি এজেন্সি যারা গুণাগুনের পরিমাপ ঠিক করে। খেলনায় ব্যবহার করা ধাতু, কেমিক্যাল কিংবা ফার্মাসিউটিক্যাল যেসব স্ট্যান্ডার্ড আছে, সেসব মেনেই খেলনা তৈরি করতে হবে। এর মধ্যে অবশ্যই রয়েছে চিনের খেলনা, কারণ খেলনার বাজারে অনেকটাই জুড়ে রয়েছে চিন।ভারতে বিদেশি জিনিস আমদানি করার ক্ষেত্রে নিয়ন্ত্রণ আনা হয়েছে অনেক ক্ষেত্রেই। বিশেষ করে চিনের ব্যবসায় কোপ বসাতে সব রকমের ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে মোদি সরকারকে। সেই পথেই আরো এক কদম এগোলো কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুন:  Onion Price: দাম নেই, মাঠ জুড়ে পিয়াঁজ পুড়িয়ে দিচ্ছেন কৃষকরা !

Featured article

%d bloggers like this: