19 C
Kolkata

মে-র মধ্যেই করোনা ভাইরাস পরীক্ষার কিট তৈরি করতে পারবে ভারত, আশাবাদী স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা ::‘আমরা মে-র মধ্যেই ভারতে আরটি-পিসিআর টেস্ট কিট তৈরি করতে পারব। যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। আইসিএমআর-এর অনুমোদন পেলেই উৎপাদন শুরু হয়ে যাবে। এর ফলে আমরা ৩১ মে-র মধ্যে রোজ এক লক্ষ পরীক্ষার লক্ষ্যপূরণ করতে পারব, জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন।’

প্লাজমা থেরাপি নিয়ে পরীক্ষা করা হলেও, এই পদ্ধতিতে পরীক্ষা করা যাবে কি না, সে বিষয়ে এখনও কোনও প্রমাণ পাওয়া যায়নি। প্লাজমা থেরাপি সত্যিই কাজে দেয় কি না, সে বিষয়ে সারা দেশে গবেষণা চালাচ্ছে আইসিএমআর। এমনই জানালেন স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব লব অগ্রবাল।

স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব লব অগ্রবাল আরও জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১,৫৪৩ জন। এই নিয়ে ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২৯,৪৩৫। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৬৮৪ জন। ভারতে করোনা আক্রান্তদের সুস্থ হয়ে ওঠার হার ২৩.৩ শতাংশ। করোনা আক্রান্তদের সুস্থ হয়ে ওঠার ক্ষেত্রে উন্নতি করছে ভারত।

আরও পড়ুন:  Eyes Makeup : চোখের মেকাপের ক্ষেত্রে যে ভুল গুলো এড়িয়ে যাবেন

Featured article

%d bloggers like this: