24 C
Kolkata

Indian Railways : বোলপুর স্টেশনে অমিতাভ, কি বললেন তাঁর ভক্ত দের ?

নিজস্ব প্রতিবেদন : বোলপুর স্টেশনে অমিতাভ বচ্চন আর শশী কাপুর। বলিউডের শাহেনশা বলছেন,’ মেরে পাস রেলগাড়ি হ্যায়, রিজার্ভ টিকিট হ্যায়। তেরে পাস ক্যা হ্যায়?’ উত্তরে শশীজি বললেন,’মেরে মুঁহ মে পান হ্যায়…।’ আর তার নিচেই লাল রঙের বড় বড় করে লেখা দেওয়ালের এদিক ওদিক থুথু ফেলা নিষেধ। নাহলে ৫০০ টাকা জরি মানা হবে।

বলিউডের ব্লকবাস্টার সিনেমা ‘দিওয়ারের’ আইকনিক দৃশ্যর নকল করে সচেতনার বার্তা দিচ্ছে মধ্য রেলওয়ে। বোলপুর স্টেশনের এই মজাদার পোস্টারের ছবি তুলে টুইটারে পোস্ট করেছেন এক ব্যক্তি। আর সাথে লিখেছেন ,’ হাস্যরসে কড়া টক্কর মুম্বাই পুলিশকে।’ সেই পোস্টে আবার পাল্টা জবান দিয়েছে মুম্বাই পুলিশ। লিখেছেন,’ আমাদের সোশ্যাল মিডিয়া টিম এরকম সামাজিক বার্তা দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষারত।’

আরও পড়ুন:  Birth Certificate: সবক্ষেত্রেই বাধ্যতামূলক হতে চলেছে বার্থ সার্টিফিকেট! কড়া নিয়মের পথে কেন্দ্র

Featured article

%d bloggers like this: