22 C
Kolkata

Jodhpur Model Suicide : ‘‘আমি নিজেকে শেষ করে দিচ্ছি, আমি চলে গেলে আমার মুখের দিকে তাকিও’’

নিজস্ব সংবাদদাতা : ‘‘আমি নিজেকে শেষ করে দিচ্ছি। আমি চলে গেলে আমার মুখের দিকে তাকিও।’’ এর পরই সটান বারান্দা থেকে ঝাঁপ। না কোনো সিনেমার প্লট নয়। বাস্তবে ঘটনাটি ঘটেছে রাজস্থানের যোধপুরে। নিজেকে শেষ করে দিতে চেয়ে হোটেলের ছ’তলার বারান্দা থেকে মরণ ঝাঁপ দিয়েছেন উঠতি মডেল গুনগুন উপাধ্যায়। রাতে উদয়পুর থেকে যোধপুরের একটি হোটেলে ফেরেন।

ওই হোটেলের ছ’তলার বারান্দা থেকে তিনি ঝাঁপ দেন। ঝাঁপ দেওয়ার আগে তিনি বাবাকে ফোনও করেন। গুনগুনের বাবা গণেশ উপাধ্যায় সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন।

পুলিশ দ্রুত ওই হোটেলে পৌঁছয়। কিন্তু তত ক্ষণে গুনগুন ঝাঁপ দিয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে পুলিশ দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করে।হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গুনগুনের বুকে চোট রয়েছে।

আরও পড়ুন:  Sukanya Samriddhi Yojana:কন্যাসন্তান থাকলেই 15 লক্ষ টাকা দেবে মোদী সরকার,কীভাবে পাবেন এই সুবিধা?জানুন

পায়ের হাড় ভেঙেছে। চিকিৎকরা জানিয়েছেন, তাঁর প্রচুর রক্তক্ষরণ হওয়ার ফলে তাঁকে টানা রক্ত দিতে হচ্ছে। তবে কেন সে এই পদক্ষেপ করল, তা জানা যায়নি। পুলিশ জানিয়েছে, এখনও গুনগুন কিছু বলার অবস্থায় নেই। জ্ঞান ফিরলে তাঁকে জিজ্ঞাসাবাদ করে কারণ জানা যাবে।

Featured article

%d bloggers like this: