22 C
Kolkata

Kedarnath Temple: খুলছে কেদারনাথের পোর্টাল

নিজস্ব প্রতিবেদন: হিন্দুদের অন্যতম প্রধান তীর্থস্থান কেদারনাথ মন্দির। এটি ভারতের উত্তরাখণ্ড রাজ্যের গাড়োয়াল হিমালয় পর্বতশ্রেণীতে অবস্থিত কেদারনাথ শহরে মন্দাকিনী নদীর তীরে স্থাপিত একটি শিব মন্দির। তীব্র শীতের জন্য মন্দিরটি কেবল এপ্রিল মাসের শেষ থেকে কার্তিক পূর্ণিমা অবধি খোলা থাকে। শীতকালে কেদারনাথ মন্দিরের মূর্তিগুলিকে ছয় মাসের জন্য উখিমঠে নিয়ে গিয়ে পূজা করা হয়। চিরাচরিত রীতি মেনেই ভাইফোঁটার দিন ভোরে কপাট বন্ধ হল কেদারনাথের। শীতকালীন আবাস উখিমঠের পথে রওনা দিয়েছেন কেদারনাথ। যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ এবং বদরীনাথ শীতের ছ’মাস পুরোপুরি বন্ধ হয়ে যায়।

উত্তরাখণ্ডের চারধামের মধ্যে এই কেদারনাথও অন্যতম। প্রতিবছরের মতোই চলতিবছরেও অক্ষয় তৃতীয়ার দিন এই মন্দিরের দ্বার সকল ভক্তদের জন্য খুলে দেওয়া হবে।এই চারধাম যাত্রার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গেছে। তবে এনিয়ে শ্রী বদ্রীনাথ কেদারনাথ মন্দির কমিটি জানিয়েছেন, কেদারনাথ মন্দিরের পোর্টালগুলি ২৬ এপ্রিল এবং গঙ্গোত্রী-যমুনোত্রীর পোর্টাল ২২ এপ্রিল খুলবে।

প্রসঙ্গত, আগের দু-বছর করোনা অতিমারীর কারণে ব্যহত হয়েছিল চারধাম যাত্রা। বর্তমানে সেই পরিস্থিতি স্থিতিশীল সেই কারণেই মনে করা হচ্ছে সমাগম হবে বলে। মন্দির খোলার সময় ১০ হাজারেরও বেশি পূণ্যার্থী কেদারনাথের প্রথম দর্শন পেতে সেখানে উপস্থিত ছিলেন। কথায় আছে, বিশ্বাস অনুসারে এই মন্দিরের প্রদীপ কখনও নেভে না। দরজা খোলার পর সেই আগুনের দর্শন পাওয়া অত্যন্ত শুভ বলে মনে করেন তাঁরা।

যারা সেই প্রদীপ দর্শন করতে পারেন, তাঁদের আর পুর্নজন্ম হয় না বলে বিশ্বাস। এত মাস পর মন্দিরের দরজা খোলার পরও সেই প্রদীপ জ্বলতে দেখা যায়। কেদারনাথ খোলার পরে প্রথম পুজো ঘিরে বিপুল ভক্ত সমাগম ঘটে মন্দিরে। বহু দূর থেকে কেদারনাথে ভিড় জমিয়েছেন ভক্তরা। মন্ত্রোচ্চারণে, ফুলের গন্ধে ভরে ওঠে মন্দির চত্বর। পুজো দিয়ে দেব দর্শন করেন বহু মানুষ।

আরও পড়ুন:  Anubrata Mondal:নিজের আধার কার্ড না থাকায় ফোনে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না বীর’ কেষ্ট

Featured article

%d bloggers like this: