22 C
Kolkata

Lalu Prasad Yadav: অবস্থার অবনতি, হাসপাতালে লালুর সঙ্গে দেখা করলেন নীতিশ কুমার

নিজস্ব প্রতিবেদন: কয়েকবছর জেল-হাসপাতালে কাটিয়ে সবে মাত্র বারি ফিরেছেন। এর মধ্যেই ফের বিপত্তি। সিঁড়ি থেকে পড়ে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন রাষ্ট্রীয় জনতা দলের সভাপতি ও প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব। সঙ্গে সঙ্গে তাকে ভর্তি করা হয় পাটনার পারস হাসপাতালে। এদিন শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁর সঙ্গে দেখা করতে হাসপাতালেন পৌঁছালেন নীতিশ কুমার। অন্যদিকে, মঙ্গলবার সন্ধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক পরিস্থিতির খোঁজ নিতে তেজস্বী যাদবকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

গত শনিবার সকালে ঘরের মধ্যেই আচমকা পা পিছলে পড়ে যান বর্ষীয়ান আরজেডি নেতা লালু প্রসাদ যাদব। এর জেরে তাঁর ডান কাঁধে গুরুতর চোট লেগেছে বলে খবর সামনে উঠে আসতে থাকে। তত্‍ক্ষণাত্‍ তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং শারীরিক পরীক্ষা করে জানা যায় যে, লালু প্রসাদ যাদবের কাঁধে দুটি হাড়ে চিড় ধরেছে। ফলে অতীতেই কিডনি সমস্যায় ভুগছিলেন লালু প্রসাদ যাদব আর তার মাঝেই কাঁধে ফ্র্যাকচার তাঁকে যে নতুন করে সমস্যায় ফেলেছে, তা বলাবাহুল্য।

আরও পড়ুন:  নবান্নে নয় বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হতে পারে জিটিএ প্রধানের

Featured article

%d bloggers like this: