24 C
Kolkata

অযোধ্যায় সম্ভবত যাচ্ছেন না আডবানি – যোশি

নিজস্ব সংবাদদাতা :: ৫ আগস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজো। এই রাম মন্দির নির্মাণে যাঁদের অবদান অনস্বীকার্য, সেই লালকৃষ্ণ আডবানি আর মুরলি মনোহর যোশিই থাকছেন না অনুষ্ঠানে। পরিবর্তে ভিডিও কনফারেন্সে ভূমিপুজো দেখবেন দুই প্রবীণ বিজেপি নেতা। কেন?‌ সে জবাব মেলেনি।আগামী বুধবার ৫ আগস্ট সকাল ১১টা নাগাদ রাম মন্দিরের ভূমিপুজো হওয়ার কথা। অথচ, শনিবার সকাল পর্যন্ত রাম মন্দির আন্দোলনের অন্যতম এই দুই কাণ্ডারি ভূমিপুজোর অনুষ্ঠানে হাজির থাকার আমন্ত্রণ পাননি। এদিকে, অন্য প্রায় সব অতিথিই শনিবার সকাল পর্যন্ত আমন্ত্রণ পেয়ে যান। যা নিয়ে এদিন সকাল থেকেই বিভিন্ন সংবাদমাধ্যমে লেখালিখি শুরু হয়ে যায়। বিস্তর সমালোচনাও হয়। সেই বিতর্কের কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাস্ট সুত্রে জানানো হয়েছে, লালকৃষ্ণ আডবানি এবং মুরলি মনোহর যোশিকে অবশ্যই আমন্ত্রণ জানানো হবে। ট্রাস্টের তরফে ফোন করে তাঁদের অনুষ্ঠানে আসতে বলা হবে। খোদ ট্রাস্টের চেয়ারম্যান চম্পত রাই তাঁদের আমন্ত্রণ জানাবেন। যদিও ভগ্ম স্বাস্থ্যের জন্য এই করোনা পরিস্থিতিতে সম্ভবত দুই নেতার কেউই অযোধ্যা যাবেন না বলে জানিয়েছেন।তাঁরা সম্ভবত ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই অনুষ্ঠান দেখবেন।সরকারি সূত্রের খবর, করোনা সংক্রান্ত প্রটোকলের জন্যই শনিবার সকাল পর্যন্ত আডবানিদের ভূমিপুজোয় সশরীরে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়নি। কিন্তু এর জেরে সৃষ্টি হয় বিতর্ক। সম্ভবত সেই বিতর্ক ধামাচাপা দিতেই দুই বর্ষীয়ান নেতাকে ফোনে আমন্ত্রণ জানায় র্যাম মন্দির ট্রাস্ট।। যদিও ট্রাস্টের দাবি, শুধু আডবানি বা যোশি নন, সব নেতাকেই আমন্ত্রণ জানানো হয়েছে ফোনের মাধ্যমেই। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর গুঁড়িয়ে দেওয়া হয়েছিল বাবরি মসজিদ। অভিযোগ, কয়েক হাজার করসেবককে অযোধ্যায় নিয়ে গিয়ে বিতর্কিত সৌধ ভাঙার ক্ষেত্রে প্ররোচনা দিয়েছিলেন আডবানি , উমা ভারতীরা। আর গোটা পর্বে প্রশাসনকে নিষ্ক্রিয় করে রেখেছিলেন কল্যাণ সিং। প্রসঙ্গত, কয়েকদিন আগেই বাবরি মসজিদ ধ্বংস মামলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিবিআই আদালতে হাজিরা দিয়েছিলেন বিজেপির ‘লৌহ পুরুষ’। তাঁর আইনজীবীর কথায়, প্রায় সাড়ে চার ঘণ্টা ধরে আডবানিকে এক হাজারের বেশি প্রশ্নের উত্তর দিতে হয়েছে। তাঁর বিরুদ্ধে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন আডবানি।

আরও পড়ুন:  Shraddha Walker Murder Case: শ্রদ্ধাকে খুন পূর্বপরিকল্পিত! চলছে আফতাবের পলিগ্রাফ পরীক্ষা

Featured article

%d bloggers like this: