নিজস্ব প্রতিবেদন : দিল্লি সফরের সময় আজমের শরীফ যেতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৫ই ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে জি – 20 নিয়ে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠকে যোগদান করতে দিল্লি যাচ্ছেন তিনি। আর সেই দিল্লির সফরের কর্মসূচীর মধ্যে দিয়ে আজমের শরীফে খাজা মহিউদ্দিন চিশতির দরগাহে যেতে পারেন তিনি। কর্মসূচি যদি কোনো পরিবর্তন না হয়। তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজমের শরীফে চাদর চড়াতে যেতে পারেন বলে নবান্ন সূত্রের খবর। এছাড়া পুষ্কর মেলায়ও যেতে পারেন মুখ্যমন্ত্রী। এছাড়া দিল্লি যাওয়ার আগে ২৯শে নভেম্বর দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় একটি রাজনীতি সমাবেশে যোগ দেওয়ার কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়র বলে নবান্ন সূত্রের খবর।