নিজস্ব প্রতিবেদন : সফর কাটছাঁটে করে নির্ধারিত সময়ের আগেই বাংলায় ফিরছেন মুখ্যমন্ত্রী। রবিবার নীতি আয়োগের বৈঠক শেষে কলকাতায় ফিরছেন তিনি। কিন্তু ফেরার কথা ছিল সোমবার।
কিন্তু কেন এই কাটছাঁট ? সূত্রের খবর, প্রাকৃতিক দুর্যোগের কথা আমজাদ করতে পেরেই এই সিদ্ধান্ত। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। সুতরাং ঘূর্ণাবর্তের আশঙ্কা তৈরি হয়েছে বাংলায়। এই খবর জানতে পেরেই নয়াদিল্লি থেকে দ্রুত কলকাতায় ফেরার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও কি জানা যাচ্ছে ? শুক্রবারেই প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদির সঙ্গে বৈঠক করেন তিনি। সাক্ষাৎ হয়েছে রাষ্ট্রপতির সঙ্গেও। কিন্তু আরও একটি খবর হল, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করার যে সম্ভাবনা ছিল, সেটা হচ্ছে না বলেই সূত্রের খবর।