নিজস্ব প্রতিবেদন : দেশজুড়ে শুরু হচ্ছে, হোমিওপ্যাথিতে টেলিমেডিসিন পরিষেবা। কিছু দিন আগেই শহরের এক অনুষ্ঠানে এসে এ কথা জানলেন ন্যাশনাল কমিশন ফর হোমিওপ্যাথির চেয়ারপার্সন ডাঃ অনিল খুরানা। তাঁরা বলেন,’আমরা মেডিক্যাল ট্রান্সক্রিপশনে অনেক বেশি জোর দিচ্ছি।একটি পোর্টাল চালু হচ্ছে। যেখানে রোগীদের দেখার সমস্ত বিবরণ বিশ্বব্যাপী ভাষা ও নিয়ম থাকবে। সমস্ত কলেজের ডাক্তারবাবুর রোগী দেখার বৃত্তান্ত মেডিক্যাল ট্রান্সক্রিপশনে নথিবদ্ধ হয়ে থাকবে। সেটি একবার সম্পূর্ণ হলেই আমরা এটি চালু করব।
এনসিএইচ শীর্ষকর্তা বলেন, কোভিডের সময় আমরা হোমিওপ্যাথিতে টেলিমেডিসিন পরিষেবা চালুর গাইডলাইন তৈরি করেছিলাম। সমস্ত কলেজ জানে এই গাইডলাইন। একবার পোর্টাল চালু হয়ে গেলে টেলিমেডিসিন চালু করতে কোনও সমস্যা হবে না।