22 C
Kolkata

ফের আইসিইউ-তে ভর্তি দৌড়বিদ মিলখা সিং

নিজস্ব সংবাদদাতা : কিংবদন্তী অ্যাথলিট মিলখা সিং ভালো নেই। আবারও মিলখাকে হাসপাতালে ভর্তি করতে হল। শরীরে অক্সিজেনের পরিমাণ ক্রমশ কমতে থাকায় ফের হাসপাতালে ভর্তি করানো হল তাঁকে । চণ্ডীগড়ের এক নামী হাসপাতালে মিলখা সিংকে ভর্তি করা হয়েছে।

চিকিত্‍সক বলছেন, ‘অক্সিজেনের মাত্রা কমে গিয়েছিল মিলখা সিংয়ের। তবে এমনিতে স্থিতিশীল রয়েছেন মিলখা। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ‘ ৯১ বছরের দৌড়বিদ কিছুদিন আগেই করোনায় আক্রান্ত হন। বাড়িতে নিভৃতবাসে থাকার পর সুরক্ষার কারণে গত ২৪ মে তাঁকে মোহালির ফর্টিস হাসপাতালে ভর্তি করা হয়।

মিলখাপুত্র জীভ ইতিমধ্যে বাবার জন্য প্রার্থনার কারণে দেশবাসীকে ধন্যবাদ দিয়ে জানিয়েছেন, তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। এ দিকে মিলখা সিং-এর স্ত্রী নির্মল কাউরও মোহালির হাসপাতালে ভর্তি রয়েছেন ।

আরও পড়ুন:  Anubrata Mondal:নিজের আধার কার্ড না থাকায় ফোনে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না বীর’ কেষ্ট

তাঁর অক্সিজেনের মাত্রা ওঠানামা করায়, এখনও আইসিইউ-তেই রাখতে হয়েছে। প্রথমে শুধু মিলখা সিংয়েরই পজিটিভ রিপোর্ট আসে। যদিও প্রথম দিকে মিলখা সিংয়ের শরীরে করোনার কোনও উপসর্গ অথবা সমস্যা সেরকম ছিল না।

আর সে কারণে প্রথম দিকে বাড়িতে হোম আইসোলেশনে ছিলেন মিলখা সিং । পরে হাসপাতালে ভর্তি করতে হয়। এর পর মিলখার স্ত্রী নির্মল কাউরও করোনা ভাইরাসে আক্রান্ত হন। নির্মলের নিউমোনিয়ার লক্ষণ ছিল। নির্মলকেও হাসপাতালে ভর্তি করা হয়।

Featured article

%d bloggers like this: