ইসলামাবাদ : কাশ্মীর সমস্যা সমাধানের সুর শোনা গেল এবার পাকিস্তানের তরফে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, ভারত ও পাকিস্তানের উচিত আলোচনার টেবিলে বসে কাশ্মীর সমস্যার সমাধান করা। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন,’ ভারতীয় নেতৃত্ব ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমার বার্তা, আসুন আমরা টেবিলে বসি এবং কাশ্মীরের মতো আমাদের জ্বলন্ত সমস্যাগুলি সমাধানের জন্য আন্তরিকভাবে আলোচনা করি।’ এরপর ভারতের বিরুদ্ধে জম্মু কাশ্মীরে সংখ্যা লঘুদের উপর নির্যাতন ও মানবাধিকার লঘোনের অভিযোগ এনে শরিফ বলেন,’ এই অবস্থা অবশ্যই বন্ধ করতে হবে, যাতে সারা বিশ্বে এই বার্তা ছড়িয়ে পড়ে যে ভারত আলোচনা করতে প্রস্তুত।’
তিনি আরও বলেন, ভারত পাকিস্তান একে ওপরের প্রতিবেশী। আমাদের উচিত একে ওপরের সঙ্গে ঝগড়া না করে শান্তিপূর্ণভাবে বসবাস করা এবং উন্নতি করা। এভাবে একে ওপরের সঙ্গে ঝগড়া করে সময় এবং সম্পদ দুই নষ্ট হয়। ভারতের সঙ্গে পাকিস্তানের তিনটি যুদ্ধ হয়েছে, যা কেবল জনগণের জন্য আরও দুর্দশা, দারিদ্র্য এবং বেকারত্ব নিয়ে এসেছে।শিক্ষা পেয়েছি এবং আমরা শান্তিতে থাকতে চাই।’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাঠানো এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন,’ আমরা দারিদ্র দূর করতে এবং সমৃদ্ধি অর্জন করতে চাই। আমাদের জনগণকে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান দিতে চাই। বোমা ও গোলাবারুদ নিয়ে সম্পদ যাতে না নষ্ট হয়।’