নিজস্ব সংবাদদাতাঃ স্বাস্থ্য পরিকাঠামো মজবুত করতে প্রস্তুত কেন্দ্র। করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় দেশজুড়ে দেখা দিয়েছিল অক্সিজেন সঙ্কট। যার জেরে বহু মানুষের মৃত্যু হয়েছিল। প্রশ্নের মুখে দাঁড়িয়েছিল দেশের স্বাস্থ্য ব্যবস্থা।
দুয়ারে অপেক্ষা করছে তৃতীয় ঢেউ। তার আগে সবদিক থেকে প্রস্তুত হতে চাইছে কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার উত্তরাখণ্ড সফরে গিয়ে ৩৫টি অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

দ্বিতীয় ঢেউয়ের সময় বিশেষ অক্সিজেন এক্সপ্রেস চালু করা থেকে শুরু করে গ্রিন করিডরের মাধ্যমে অক্সিজেন ট্যাঙ্কারকে নির্দিষ্ট সময়ে হাসপাতালে পৌঁছে যেতে সাহায্য করা হয়েছিল।

পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসতেই প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন দেশজুড়ে অক্সিজেন প্ল্যান্ট তৈরির। পিএম কেয়ার্স ফান্ড -র অধীনে ৩৫টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে তৈরি করা হয়েছে এই ৩৫টি অক্সিজেন প্ল্যান্ট।
ঋষিকেশের এইমস হাসপাতাল থেকেই ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী এই অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন করেন। ৭ অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঋষিকেশ আসেন।

প্রধানমন্ত্রী নিজে টুইটারে অক্সিজেন প্ল্যান্ট উদ্বোধনের কথা জানিয়ে বুধবার টুইট করেন, “দেবভূমি উত্তরাখণ্ড থেকে দেশজুড়ে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে মোট ৩৫টি অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন করব।
বৃহত্তর ক্ষেত্রে জনকল্যাণের জন্য এই স্বাস্থ্য পরিকাঠামো অত্যন্ত গুরুত্বপূর্ণ।”এ দিন অনুষ্ঠানে উত্তরাখণ্ডের রাজ্যপাল গুরমিত সিং, মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য উপস্থিত ছিলেন।