29 C
Kolkata

কী নির্মম মা

নিজস্ব প্রতিবেদন: এক ভিডিও এলো চোখের সামনে। দেখা যাচ্ছে ৪তলার বারান্দা থেকে নিজের ৪ বছরের সন্তানকী নির্মম মা কে ছুঁড়ে ফেলে দিল সে। তারপর নিজেও রেলিং এ উঠল। তবে পরিবারের লোকজন তাকে নামিয়ে নিয়ে আসে।

বৃহস্পতিবার উত্তর বেঙ্গালুরুর এসআর নগরের একটি অ্যাপার্টমেন্টে ভয়াবহ ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলেই মৃত্যু হয়ে ছোট্ট শিশুটির। পুলিশ জানিয়েছে, চার বছরের মেয়েটি ছিল মূক ও বধির। মেয়ের এই প্রতিবন্দকতার জন্য তার মা বিষণ্ণতায় ভুগতেন। স্বামীর অভিযোগের ভিত্তি তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি একজন ডেন্টিস্ট এবং তার স্বামী একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। জানিয়েছে পুলিশ। এক সিনিয়র পুলিশ অফিসার শ্রীনিবাস গৌড়া বলেন, “আমরা মায়ের মানসিক স্বাস্থ্যের বিষয়েও খতিয়ে দেখছি।”

আরও পড়ুন:  বাড়তে চলেছে ডিএ
আরও পড়ুন:  Unemployment : দেশে বাড়ছে বেকারত্ব

Featured article