নিজস্ব সংবাদদাতা : গত তিন দিনে কিছুটা কমেছে দেশের দৈনিক কোভিড সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৬ হাজার ৬৪ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৯৫ লক্ষ ৪৩ হাজার ৩২৮। তবে আক্রান্তের সংখ্যা কমলেও গত ২৪ ঘণ্টায় বেড়েছে দৈনিক সংক্রমণের হার। ১৭ শতাংশ থেকে বেড়ে গত ২৪ ঘণ্টায় তা হয়েছে ২০.৭৫ শতাংশ।
দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করার পর থেকেই দেশে বাড়তে শুরু করেছে সক্রিয় রোগীর সংখ্যা। এক সময় তা এক লক্ষের নীচে নেমেছিল। কিন্তু দেশ জুড়ে কোভিড আছড়ে পড়তেই তা বেড়েছে। দেশে এখন মোট সক্রিয় রোগী রয়েছেন ২২ লক্ষ ৪৯ হাজার ৩৩৫ জন। এদিকে করোনার তৃতীয় ঢেউ শুরু হওয়ার পর থেকে ২০ জানুয়ারি পর্যন্ত সংসদে কমপক্ষে ৮৭৫ জন কর্মী কোভিড -19 এ আক্রান্ত হয়েছে। সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুসারে, করোনাভাইরাসের নতুন প্রজাতি ওমিক্রন সৃষ্ট তৃতীয় ঢেউ আছড়ে পরার পর থেকে সংসদের বাজেট অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সংসদে ২,৮৪৭ জনের করোনা পরীক্ষা করা হয়েছে।
এর মধ্যে ২০ জানুয়ারি পর্যন্ত ৮৭৫ টি নমুনা কোআইভিডি পজিটিভ প্রমাণিত হয়েছে. তথ্য অনুযায়ী, কোভিডের তৃতীয় ঢেউ শুরু হওয়ার পর থেকেস ২০ জানুয়ারি পর্যন্ত পাওয়া রিপোর্ট এটিই। অন্যদিকে বেঙ্কাইয়া নাইড়ুর কোভিড পজিটিভ এসেছে. এদিকে, ভারতের উপরাষ্ট্রপতি অধিবেশন চলাকালীন রাজ্যসভার চেয়ারম্যান হিসাবেও সভাপতিত্ব করেন।বেঙ্কাইয়া নাইডু রবিবার বাজেট অধিবেশনের আগে কোভিড -১৯ এর পরীক্ষা করান। এরপরই দ্বিতীয়বার এই ভাইরাসে আক্রান্ত হলেন নাইডু।