নয়াদিল্লি: জিএসটি সহ কেন্দ্রের একাধিক জনবিরোধী নীতি ত্যাগ করার জন্য দিল্লিতে বিক্ষোভ দেখাচ্ছিলেন কংগ্রেস সাংসদরা। রাষ্ট্রপতি ভবন যাওয়ার পথে বিজয় চকে পুলিশের সঙ্গেত্যফঘফ্যথত্যহজ্যতজ ধ্বস্তাধস্তি বাধে। এরপরই রাহুল গান্ধীকে আটক করেছে দিল্লি পুলিশ। রয়েছেন অধির রঞ্জন চৌধুরী, শশী থারুর সহ একাধিক সাংসদ। এই নিয়ে ট্যুইট করেছেন শশি থারুর। তিনি লিখেছেন, ‘শান্তিপূর্ণ কর্মসূচিতেও পুলিশের সমস্যা। গণতন্ত্রের মুখ বন্ধ করতে চাইছে পুলিশ।’
এইদিন জাতীয় কংগ্রেসের কার্যালয়ে রাহুল সাংবাদিক বৈঠক করে জানান, ‘আমরা রাষ্ট্রপতি ভবনের সামনে বিক্ষোভ দেখাব। পুলিশ থাকলেও আমরা ভয় পাই না। যেই বিজেপির স্বৈরতন্ত্রের বিরুদ্ধে কথা বলবে, তারাই শাস্তি পাবে।’