নিজস্ব সংবাদদাতা : সামনেই কেরালায় বিধানসভা নির্বাচন। তার আগে এক অন্য অবতারে ধরা দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি। মত্স্যজীবীদের সঙ্গে সমুদ্রে দিব্যি সাঁতার কাটলেন তিনি ।
আসন্ন বিধানসভা নির্বাচনের আগে প্রচার করতে কেরালার থাঙ্গেশ্বরী সমুদ্র সৈকতে গেছিলেন রাহুল। সেখানে তিনি সময় কাটান মত্স্যজীবীদের সঙ্গে। তাঁদের অভাব অভিযোগ শোনেন। তবে সেখানেই থেমে থাকেননি তিনি। মাছ ধরার নৌকা থেকে থেকে মত্স্যজীবীদের সঙ্গে তিনি জলে ঝাঁপ দেন।
এরপর প্রায় ১০ মিনিট ধরে সাঁতার কেটে উঠে আসেন। আর সেই ঘটনার ভিডিও ও ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।পরনের শার্ট-প্যান্টও তিনি খোলেননি। জল থেকে উঠে এসে সেগুলি বদলে ফেলেন। কেরালা কংগ্রেসের এক নেতা বলেন, “তিনি আমাদের না জানিয়েই জলে ঝাঁপ দেন।
আমরা সবাই হতবাক হয়ে গেছিলাম। রাহুল গান্ধি সমুদ্রের জলে প্রায় ১০ মিনিট কাটিয়েছেন। তিনি একজন বিশেষজ্ঞ সাঁতারু।” রাহুল প্রায় আড়াই ঘন্টা মত্স্যজীবীদের সঙ্গে কাটান। নৌকায় বসে মত্স্যজীবীদের রান্না করা খাবারও খান। প্রচারের সময় রাহুল কেরালার মত্স্যজীবীদের কাছে পৌঁছানোর চেষ্টা করেন রাহুল ।
তিনি আশ্বাস দিয়েছেন, যে তাঁর দল মত্স্যজীবীদের চাহিদার কথা নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করবে।