নিজস্ব প্রতিবেদন: মাঘের শুরুতেই বিয়ের মরসুম। ইতিমধ্যেই একের পর এক বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। এবার সেই বিয়ের রং লাগলো রাজনীতিতে। তাঁর বিয়ে নিয়ে একাধিক জল্পনা তৈরী হয়েছিল। গোটা দেশ এটাই জানতে চায় রাহুল গান্ধী কবে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছে। গান্ধী পরিবারেও এবার বিয়ের সানাই। জল্পনার অবসান ঘটাল রাহুল নিয়েই। রবিবার এক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারের প্রশ-উত্তরের সময় রাহুল গান্ধীর বিয়ে নিয়ে প্রশ্ন তোলা হলে তিনি হেসে ফেলেন। এর পাশাপাশি তিনি জানিয়েছেন, ‘যখন সঠিক পাত্রী আসবেন, তখনই বিয়ে করবেন।’ কিন্তু তার পরিপ্রেক্ষিতে কনে হিসাবে কেমন পাত্রী পছন্দ তা নিয়ে কোনপ্রকারে মুখ খুলতে চায় নি তিনি। তবে এবার দেখার পালা কবে গলায় মালা পড়বেন রাহুল। দেখুন সেই ভিডিয়ো…