নিজস্ব সংবাদদাতা: দেশে করোনা সংক্রমণ নিয়ে শ্বেতপত্র প্রকাশ করলেন রাহুল গান্ধি। রাহুল বলছেন, গোটা দেশ জানে করোনার তৃতীয় ধাক্কা আরও একবার বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে আমাদের। তাই এখনই সময়, সতর্ক হওয়ার। রাহুল চান তৃতীয় দফায় যাতে কোনও ভাবেই অদক্ষতার কারণে কাউকে মৃত্যু না হয়।
পাশাপাশি ছোট ব্যবসায়ী, প্রান্তিক মানুষকে আগেভাগে অর্থসাহায্যের পরিকল্পনা তৈরি করার অনুরোধ জানাচ্ছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি ।মঙ্গলবার দেশের সর্বোচ্চ টিকাকরণ হয়েছে। এ বিষয়ে রাহুল সরকারের কাজের প্রশংসাই করেন। তবে তিনি এটাও মনে করিয়ে দেন, ভারতের জনসংখ্যার কারণেই একদিন ব্যতিক্রমী ভালো কাজ করলে চলবে না।
প্রতিদিনই আরও আরও বেশি মানুষকে টিকাকরণের আওতায় আনতে হবে। রাহুল মনে করছেন, যেহেতু করোনার ভাইরাস বারবার জিন মিউটেট করেছ, সেই কারণেই ৫০-৭০ শতাংশ মানুষকে টিকাকরণ করিয়ে খুব একটা লাভ হবে না। চাই সকলের জন্য টিকা।করোনা প্রসঙ্গে কথা বলার সময়েই কেন্দ্র বিরুদ্ধতায় সরব হতে দেখা যায় রাহুলকে।
তিনি কোভিড ম্যানেজমেন্টের সমালোচনা করে বলেন, লোকে যখন নাগাড়ে আক্রান্ত হচ্ছিল, তখন নির্বাচনে ব্যস্ত ছিলেন মোদি। অক্সিজেনের অভাবের দিকে নজর দেননি তিনি। রাহুল চান, বিরোধীদের সমালোচনাকে এবার গুরুত্ব দিক কেন্দ্র।