18 C
Kolkata

কোভিড ফান্ডে ৫০ লক্ষ টাকা অনুদান দিলেন রজনীকান্ত

নিজস্ব সংবাদদাতা : করোনা আবহে এগিয়ে এসেছেন অভিনয় জগতের অনেকেই। তাঁদের মধ্যে সবার প্রথম যাঁর নাম মাথায় আসে, তিনি হলেন সোনু সুদ। ছবিতে ভিলেন হলেও, আসল জীবনে তিনিই হিরো হিসেবে পরিচিত হয়েছেন করোনা অতিমারীর চ্যালেঞ্জে।


এবার এগিয়ে এলেন থালাইভা। অভিনেতা রজনীকান্ত ৫০ লক্ষ টাকা তুলে দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিনের হাতে,তাঁর সচিবালয়ে গিয়ে। রজনী জানান, ” আমি সবাইকে বলব করোনা মহামারীকে রুখতে কড়াভাবে সরকারের দেওয়া করোনা বিধিনিষেধ মেনে চলতে।”

আরও পড়ুন:  Accident: ভয়াবহ দুর্ঘটনা যোগী রাজ্যে! বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, মৃত ৬

Featured article

%d bloggers like this: