22 C
Kolkata

Rajib Gandhi: মুক্তি পাচ্ছেন রাজীব গান্ধী মৃত্যুর দোষীরা

নয়াদিল্লি: তামিলনাড়ুর শ্রীপেরমবদুরে একটি নির্বাচনী সভায় গিয়ে বোমা বিস্ফোরণে প্রাণ গিয়েছিল প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর। জানা গিয়েছিল, শ্রীলঙ্কার বিদ্রোহী তামিল গোষ্ঠী এলটিটিই-র ধানু নামে এক মহিলা আত্মঘাতী বোমা শরীরে বেঁধে বিস্ফোরণ ঘটান। পরে এই ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়। দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের নির্দেশ দেয় আদালত। প্রাণভিক্ষা চেয়ে রাষ্ট্রপতির কাছে যায় তারা। এরপর সুপ্রিম কোর্টে প্রাণদণ্ডের নির্দেশ বদলে যায় যাবজ্জীবন কারাদণ্ডে।

এরপর নানাবিধ মামলার পর শুক্রবার ছয় দোষীকে মুক্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তালিকায় রয়েছেন, নলিনী শ্রীহরণ, শান্থন, মুরুগান, রবার্ট পায়াস, রবিচন্দ্রন এবং জয়কুমার। এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পেরারিভালন এইবছরের মে মাসেই মুক্তি দেওয়া হয়েছে। মুক্তির রায় শুনে জঙ্গি তকমা পাওয়া নলিনী বলেন, ‘আমি জঙ্গি নই।’

আরও পড়ুন:  Anubrata Mondal:নিজের আধার কার্ড না থাকায় ফোনে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না বীর’ কেষ্ট

Featured article

%d bloggers like this: