22 C
Kolkata

কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে দেশজুড়ে ধর্মঘট ডাকলেন রেশন ডিলাররা

কেন্দ্রের মোদী সরকারের জেরে এবার বড়সড় দুর্ভোগের মুখে পড়তে চলেছে আমজনতা। মঙ্গলবার থেকে দেশজুড়ে ৭২ ঘণ্টার জন্য রেশন ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার ফেডারেশন। বাংলায় মোট রেশন ডিলারের সংখ্যা ২০,২৮১ জন। এনাদের মধ্যে ফেডারেশনের আওতায় রয়েছেন ১৭,১২১ জন ডিলার। ফেডারেশনের আওতায় থাকা ১৭১২১ ডিলার মঙ্গলবার সকালে দোকান খোলেননি। আগামী ৭২ ঘন্টা রেশন পরিষেবা থেকে বঞ্চিত থাকবেন রাজ্যের ৮ কোটি উপভোক্তা। মঙ্গলবার সকাল থেকে এই ধর্মঘট চলছে মোট ১১ দফা দাবি নিয়ে।

এগুলির মধ্যে মূল তিনটি দাবি হল:
১. জানুয়ারি মাস থেকে বন্ধ প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় পাঁচ কিলো চাল-গম।
২. দ্রব্যমূল্য বৃদ্ধি প্রতিরোধে ডাল, তেল, চিনি রেশনের মাধ্যমে সরবরাহের দাবি।
৩. ন্যূনতম মাসিক ৫০ হাজার টাকা আয়ের গ্যারান্টি দিতে হবে রেশন ডিলারদের।

আরও পড়ুন:  Kunal Ghosh:পরিবারের ১৫ সদস্যকে চাকরি দেওয়া নিয়ে,সুশান্তকে নিশানা কুণালের

পাশাপাশি জানা গিয়েছে, বাংলার পাশাপাশি সারা দেশের মোট ৫ লক্ষ ৩৮ হাজার রেশন (Ration) ডিলার সামিল হয়েছেন এই ধর্মঘটে। রেশন ডিলাররা তাদের যাবতীয় দাবি-দাওয়া খাদ্যমন্ত্রী পীযূষ গোয়েলকে জানিয়েছেন। রেশন ডিলারদের ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী পীযূষ গোয়েলের পক্ষ থেকে ইতিবাচক সাড়া না মিললে তারা আগামী ২২ শে মার্চ ফেডারেশনের তরফে পার্লামেন্ট অভিযান করবেন। মঙ্গলবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা গিয়েছে রেশন ধর্মঘটের চিত্র। বর্তমান সময়ে ধর্মঘট খুব একটা প্রভাব ফেলতে পারে না বাংলায়। কিন্তু এই রেশন ধর্মঘট বাংলায় বিভিন্ন জায়গার সব রেশন (Ration) দোকানকে অচল করে দিয়েছে। ফলত সাধারণ মানুষ সমস্যায় পড়েছেন।

Featured article

%d bloggers like this: