নিজস্ব প্রতিবেদন : ডলারের দাম ভারতীয় রুপি তে ৮০ টাকায় নেমে এল। মঙ্গলবার বাজার খোলার প্রায় সঙ্গে সঙ্গেই সেটা ৮০.০১৭৫-এ পৌঁছে যায়। এটিই সর্বকালের রেকর্ড সর্বনিম্ন।
এর কারণ, রাশিয়া ইউক্রেন দ্বন্ধ। আন্তর্জাতিক বাজারে আর্থিক অবস্থা। অপরিশোধিত তেলের দাম। আর অবশই ডলারের শক্তি বৃদ্ধি।এ সকল কারণের জন্য বেশ কিছু সময় ধরেই ভারতীয় মুদ্রা চাপে রয়েছে। চলতি বছর মার্কিন ডলারের বিপরীতে এটি প্রায় ৭% কমেছে।
অর্থমন্ত্রী বলছেন, ২০১৪ সালের ৩১ ডিসেম্বর থেকে পর্যন্ত অনেকটাই পতন হয়েছে। মার্কিন ডলারের বিপরীতে প্রায় ২৫ % কমেছে ভারতীয় মুদ্রার দাম।তিনি এও জানান, চলতি অর্থবর্ষে দ্রুত বেরিয়ে যাচ্ছে বিদেশি পোর্টফোলিও বিনিয়োগ। এর পাশাপাশি আবার রাশিয়া – ইউক্রেন দ্বন্দ্বর জন্য অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পেয়েছে।এই অবস্থায় ভারতীয় মুদ্রার পতন হওয়াটা খুব স্বাভাবিক।